পবিত্র শবে বরাত। মহিমান্বিত রজনী। বাংলাদেশসহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এই সময় দিন এবং রাত অতিবাহিত করবেন। সৌভাগ্যের এ রজনীতে এমনি একটি সময়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জোনাইল হাটে মরা গরুর মাংস বিক্রির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাতে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কসাই দেলবার হোসেনকে (৪২) আটক করেছে পুলিশ। আটক দেলবার হোসেন উপজেলার বোর্নি গ্রামের মৃত আকুল মোল্লার ছেলে।
বুধবার বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ওসি শাহরিয়ার খান বলেন, এ ঘটনায় ওই কসাইকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার সরাবাড়িয়া গ্রামের মৃত গোলবার হোসেনের স্ত্রী তছরী বেওয়ার একটি গরু রোগাক্রান্ত হয়ে মারা যায়।
পরে জোনাইল হাটের কসাই দেলবার হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গরুটি জবাই করে সন্ধ্যায় বাজারে নিয়ে আসেন। পরে তিনি গরুর মাংস ক্রেতাদের কাছে বিক্রি করেন।
কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা থানায় খবর দিলে থানা পুলিশের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম কসাই দেলবার হোসেনকে আটক করে রাতেই থানায় নিয়ে যান।
এ সময় মরা গরুর মাংস বিক্রির অভিযোগে বিক্ষুব্ধ লোকজন গরুর মালিক তছরী বেওয়ার বাড়ি ঘেরাও করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।