ঢাকার বায়ু দূষণ পরিস্থিতি খুবই সংকটাপন্ন, গত ৪-৫ দিন ধরে বায়ু দূষণে ঢাকার অবস্থান বিশ্বে এক নম্বরে।
বাংলাদেশের পরিবেশ অধিদপ্তর বলছে, রোববার বায়ুমান সূচকে ঢাকার অবস্থান ছিল ২৯৮। সোমবারও এই অবস্থার তেমন কোন পরিবর্তন ঘটেনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্রের পরিবেশ সংরক্ষণ সংস্থার মতে, বায়ু মান সূচকে কোন স্থানের অবস্থান ২০০-এর উপরে গেলেই স্বাস্থ্য জরুরি অবস্থা জারির মত পরিবেশ সৃষ্টি হয়।
ঢাকার বায়ু দূষণের ভয়াবহতার পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে বাংলাদেশের পরিবেশ বিষয়ক মন্ত্রণালয় এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকেছিল।
বৈঠক সম্পর্কে পরিবেশ বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন সাংবাদিকদের বলেন, ঢাকার বায়ু দূষণের পরিস্থিতি সংকটাপন্ন।
বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী ২০১৭ সালেই বায়ু দূষণের কারণে বাংলাদেশে ১ লাখ ২৩ হাজার মানুষের মৃত্যু হয়। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি বর্তমানে আরও ভয়াবহ।
আজকের বাজার/লুৎফর রহমান