বিশ্বের প্রথম হিজাবি পাইলট পাকিস্তানের শাহনাজ

বিশ্বের প্রথম হিজাবি পাইলট পাকিস্তানের ক্যাপ্টেন শাহনাজ লাগহারি। গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের প্রথম হিজাবি পাইলট তিনি।

শাহনাজ লাগহারি একাই একটি উড়োজাহাজ সম্পূর্ণ চালানোর সক্ষমতা রাখেন। তিনি তার সব কাজ এ রকম পূর্ণাঙ্গ বোরকা পরেই সম্পাদন করেন।

শাহনাজ লাগহারি যে শুধু পাইলট তাই নয় একাধারে তিনি একজন রাজনীতিবিদ ও মানবাধীকার কর্মী। তিনি বিনামূল্যে স্কুল খোলার মাধ্যমে দারিদ্র শিক্ষার্থীদের শিক্ষার ব্যাবস্থাও করেছেন।

মোদ্দাকথা, পাকিস্তানের ক্যাপ্টেন শাহনাজ লাগহারি চোঁখে আঙ্গুল দিয়ে দিখিয়ে দিতে চান  যে ধর্মীয়   পোশাক কোন বাধা হতে পারে না।

আজকের বাজার/আরজেড