মিয়ানমারে রোহিঙ্গা সংক্রান্ত বিপর্যয়কে বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট বিপর্যয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত শ্যাম ব্রাউনব্যাক।
দুদিনের বাংলাদেশ সফর শেষে বৃহষ্পতিবার আমেরিকান সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বুধবার রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন তিনি।
শ্যাম ব্রাউনব্যাক বলেন, মিয়ানমারে বিশ্বের বৃহত্তম মানবসৃষ্ট বিপর্যয় ঘটেছে। এমন একজন শিশুকেও পাওয়া যায়নি যে তার বাবা-মায়ের সাথে সহিংসতা ঘটতে দেখেনি। মিয়ানমার স্পষ্টত:ই জাতিগত নিধন চালিয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর। তবে এ বিষয়ে পূর্ণ এবং গভীর তদন্ত করে নিজস্ব উপায়ে তাদের বিচারের মুখোমুখি করার সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র পুরো ঘটনা পর্যবেক্ষণ করছে। আরও তদন্তের পর মিয়ানমার যে গণহত্যা চালিয়েছে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সে সিদ্ধান্ত নেয়া হবে।
শ্যাম ডি ব্রাউনব্যাক বলেন, মিয়ানমার সংখ্যালঘুদের প্রতি যে নিধন চালাচ্ছে তার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের সিদ্ধান্তও নিতে পারে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে প্রভাব রাখবে যুক্তরাষ্ট্র।
রাসেল/