মাত্র ৩৪ বছর বয়সে ফিনল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দেশটির তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সানা মেরিন।
সোস্যাল ডেমোক্রেট দলের নেতাদের আস্থা ভোটে ফিনল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী ও প্রতিদ্বন্দ্বী অ্যান্তি রিনকে ৩২-২৯ ভোটে হারান তিনি।
২০১৫ সাল থেকে সানা মেরিন দলটির একজন আইনপ্রনেতা ও সহ-সভাপতি এবং চলতি সপ্তাহ পর্যন্ত দেশটির পরিবহন ও যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।
ফিনল্যান্ডের সবচেয়ে বড় পত্রিকা হেলসিঙ্কি সানোমাত ও ট্যাবলয়েড পত্রিকা ইলতা-সানোমাত মেরিনকে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন।
আজকের বাজার/লুৎফর রহমান