ভারতের বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের এক রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে দূষিত শহর ভারতের রাজধানী দিল্লি। আর সবচেয়ে দূষিত প্রথম দশটি শহরের মধ্যে ভারতের তিন শহর রয়েছে। রিপোর্ট বলা হয়েছে পাঁচ নম্বরে কলকাতা এবং নয় নম্বরে মুম্বাই।
গত ৯ দিন ধরে দিল্লিতে বাতাসের গুণমান ক্ষতিকারক পর্যায়ে। যা আগে কখনো দেখা যায়নি। সংস্থার রিপোর্ট বলছে, গত কয়েকদিন দিল্লিতে বাতাসের গুণমান সূচক ৫২৭। ২য় স্থানে রয়েছে লাহোর। কলকাতায় বাতাসের গুণমান সূচক ১৬১। মুম্বাইয়ে ১৫৩। সেই হিসাবে এই দুই শহরেও দূষণের মাত্রা উদ্বেগজনক। কলকাতা ও পাশ্ববর্তী এলাকাতেও দূষণ চিন্তার কারণ হচ্ছে।খবর:ভিওএ
আজকের বাজার/লুৎফর রহমান