প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘ফরেন পলিসি জার্নাল’ প্রণীত বিশ্বের শীর্ষ একশ’ চিন্তাবিদের মধ্যে স্থান পেয়েছেন।
‘ফরেন পলিসি’ জার্নালের চলতি সংখ্যা ‘উইন্টার ২০১৯’ সংখ্যায় এর সপক্ষে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে বাংলাদেশের চরম নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত প্রায় ৭ লক্ষাধিক রোহিঙ্গাকে স্বাগত জানিয়েছেন এবং তাঁর দেশে বসবাস করার অনুমতি দিয়েছেন।’
অন্যদিকে, ‘প্রতিরক্ষা ও নিরাপত্তা’ ক্যাটাগরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শীর্ষ দশজন চিন্তাবিদের মধ্যে স্থান পেয়েছন।
এর সপক্ষে ‘ফরেন পলিসি’ জার্নালে বলা হয়েছে, বৈশ্বিক বিবেচনায় সতর্কতার সাথে বিশ্বের শীর্ষ স্থানীয় চিন্তাবিদদের নির্বাচন করা হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ