জনপ্রিয় গবেষণা সংস্থা কাউন্টারপার্টের ফেব্রুয়ারির মাসিক মার্কেট পালস প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক স্মার্টফোন মার্কেটে ২ দশমিক ৭ শতাংশ শেয়ার নিয়ে র্যাকিংয়ে আগের মতোই ৭ নম্বরে অবস্থান করছে রিয়েলমি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, বিশ্বব্যাপী তরুণদের দৈনন্দিন প্রযুক্তিগত সকল প্রয়োজনের যোগান দিয়ে বিশ্বব্যাপী টেক-ট্রেন্ডি প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে রিয়েলমি। এরই ধারাবাহিকতায় এ বছর ১৪ মার্চ একটি অনলাইন লঞ্চিং অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে প্রথমবারের জন্য দুটি নতুন স্মার্টফোন রিয়েলমি ৫আই এবং রিয়েলমি সি২ লঞ্চ করে এ দেশের স্মার্টফোনের বাজারে প্রবেশ করে কোম্পানিটি।
রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং ডিরেক্টর নিয়ন শি বলেন, ‘টেক-ট্রেন্ডি তরুণ প্রজন্মকে আরও শক্তিশালী করে তুলতে এবং তাদের উদ্ভাবনী শক্তিকে অনুপ্রাণিত করতে সময়োপযোগী সব ফিচার নিয়ে আমরা আমাদের প্রতিটি পণ্য বাজারে এনে থাকি। ট্রেন্ডি ডিজাইনের এ সকল পণ্য তরুণদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে ব্যাপকভাবে সাহায্য করবে।’ জনপ্রিয় অনলাইন সাইট দারাজ ও পিকাবুতে মাত্র ৮,৯৯০ টাকায় রিয়েলমি সি২ পাওয়া যাচ্ছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান