বিশ্বে গত একদিনে ৩ লাখ ৫৫ হাজারেরও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ৫৫০ জনে।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেইলি বুলেটিনে বলা হয়েছে, বিশ্বজুড়ে নতুন করে ১০ হাজার ৪২২ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২২ লাখ ৭১ হাজার ১৮০ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৪১ জন।
বিভিন্ন দেশের সরকারি তথ্যের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ পরিসংখ্যান তৈরি করা হয়।
বিশ্বে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ সংখ্যা ২ কোটি ৬১ লাখ ৭২ হাজার ২৭৪ জন। এর পরেই ভারতের অবস্থান। দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৮ লাখ ২ হাজার ৫৯১ জন। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ৩৯ হাজার ৪২০ জন।