বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শনিবার পর্যন্ত ৪০ লাখ ছাড়িয়েছে। বিভিন্ন দেশের সরকারী সূত্রে প্রাপ্ত তথ্য সমন্বয় করে এএফপি গ্রীনিচ মান সময় ২১৪৫টায় এই হিসাব প্রকাশ হরেছে।
এতে বলা হয়, করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ১ হাজার ৪৩৭ জন, মোট মৃতের সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ১২৭ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৫ হাজার ৫৪৪ জন,মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৬১৮ জনের। সবচেয়ে আক্রান্ত মহাদেশ ইউরোপে সংক্রমিত হয়েছে ১৭ লাখ ৮ হাজার ৬৪৮ জন, মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৭৪ জনের।