বিশ্বে করোনায় মৃত্যু ৬২ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে

বিশ্বে করোনায় এখন পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫০ কোটি ৪৯ লাখ ৭২ হাজার ৩২ জন। আর মৃত্যু হয়েছে ৬২ লাখ ২৪ হাজার ১০ জনের। সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৪৫ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৬২৮ জন।

মঙ্গলবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৫১৯ জন। মারা গেছেন ১০ লাখ ১৫ হাজার ৪৯৪ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৪২১ জন। মারা গেছেন ৫ লাখ ২১ হাজার ৯৯৬ জন।

তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ২ লাখ ৫২ হাজার ৬১৮ জন। মারা গেছেন ৬ লাখ ৬২ হাজার ১১ জন। খবর-ডেইলি বাংলাদেশ

আজকের বাজার/আখনূর রহমান