কোভিড-১৯ মহামারির থাবায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে। সেই সাথে যুক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ।
ইতোমধ্যেই বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ২০ লাখ ছাড়িয়েছে।
শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ২০ লাখ ২১ হাজার ৪৫২ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই করোনাভাইরাসে মারা গেছেন ৩৬ লাখ ৯৮ হাজার ৩৭১ জন।
বিশ্বে এ পর্যন্ত ২০০ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৫২১ ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লাখ ২৬ হাজার ৫৪ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৯৬ হাজার ৪০১ জন।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার তাণ্ডবে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ৩৫০ জন এবং এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৪০ হাজার ৭১৯ জন।
এদিকে বৃহস্পতিবার ব্রাজিলে করোনায় আরও ২ হাজার ৭৮ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে এবং এনিয়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৭৮৪ জনে দাঁড়িয়েছে বলে দেশেটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৩ হাজার ৪৭২ জন।