বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের বিভিন্ন নতুন ধরনের কারণে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৭৬ লাখ ২ হাজার ৭২৫ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৬ লাখ ৭৮ হাজার ৬৬৭ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৫৮৫ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ৩৭৮ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৪ কোটি ১৯ লাখ ৯২ হাজার ৯১৯ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৭২ হাজার ৬১৫ জন।
অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৫৭৩ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ১০ লাখ ৮০ হাজার ২১৯ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে বুধবার পর্যন্ত মোট ৩ কোটি ৩৩ লাখ ৮১ হাজার ৭২৮ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৪ হাজার ২৪৮ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেলো ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৯০৭ জনের। নতুন মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৭ হাজার ১৪৭ জনে। আর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪০ হাজার ১১০ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসময় শনাক্তের হার ৬.৪১ শতাংশ। দেশে মৃত্যুর হার ১.৭৬ শতাংশ। এই পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ লাখ ৯৪ হাজার ৯ জন। দেশে সুস্থতার হার ৯৭.২০ শতাংশ। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান