বিশ্বে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করছে রাশিয়া ও চীন : শি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার বলেছেন, চীন ও রাশিয়ার জ্বালানি সহযোগিতা কেবলমাত্র এই দুই দেশেই নয়, বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাহায্য করছে। খবর তাস’র।
রাশিয়া ও চীনের এনার্জি বিজনেস ফোরামে অংশগ্রহণকারীদের উদ্দেশে শি’র দেওয়া এক ভাষণের উদ্ধৃতি দিয়ে দেশটির সেন্ট্রাল টেলিভিশনে পরিবেশিত খবরে বলা হয়, ‘চীন ও রাশিয়ার মধ্যে জ্বালানি সহযোগিতা দুই দেশের মধ্যে সমান, পারস্পরিক স্বার্থের এবং বাস্তবসম্মত সহযোগিতার একটি মডেল। আর এটি দুই দেশের এমনকি সমগ্র বিশ্বের জ্বালানি নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা পালন করছে।’
শি ভাষণে জোরদিয়ে বলেন, ‘চীন বড় ধরনের জ্বালানি অংশীদারিত্ব গড়ে তুলতে রাশিয়ার সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে।’