রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বে রাশিয়ার ভূমিকা ও নিরাপত্তা ইস্যু নিয়ে বৃহস্পতিবার (১৯ জুলাই) মস্কোতে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। খবর তাসের।
বৈঠকে প্রেসিডেন্ট রাশিয়ার কূটনীতি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন।
প্রেস সার্ভিস জানায়, এসব গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার ভূমিকা আরো জোরদার করা, জাতীয় স্বার্থ রক্ষা, দেশের অর্থনীতি ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য বহির্বিশ্বে রাশিয়ার ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করা, রাশিয়ার নাগরিক, প্রবাসীদের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা।
বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং আঞ্চলিক সংঘাত নিরসনে রাশিয়ার অংশগ্রহণ সংক্রান্ত বিভিন্ন ইস্যুর প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হবে। – বাসস।
আজকের বাজার/একেএ