বিশ্বে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৪ লাখ ৭০ হাজার, মৃত্যু ৯ হাজার ৯শ’ জনের

A patient affected with the COVID-19 and who has been transferred from another region, arrives at the Nouvel Hopital Civil of Strasbourg, eastern France, Friday Nov. 6 2020. France reported Thursday another 428 virus-related deaths in nursing home deaths this week, and hundreds more in hospitals. A total of 39,037 deaths have been reported, and COVID patients now fill more than 83% of intensive care beds nationwide, putting hospitals under greater and greater strain. (AP Photo/Jean-Francois Badias)

করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় বিশ্বব্যাপী ৪ লাখ ৭০ হাজার লোক আক্রান্ত হয়েছে, এ নিয়ে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৯ লাখ ৪০ হাজার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) পরিসংখ্যানে বলা হয়, ২৪ ঘন্টায় বিশ্বব্যাপী করোনায় ৯ হাজার ৯শ’ জনেরও বেশী লোকের মৃত্যু হয়েছে এবং মোট মৃত্যু ১৮ লাখ ছাড়িয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রে প্রাপ্ত হিসাব সমন্বয় করে ডব্লিউএইচও এই রিপোর্ট প্রকাশ করে।