সংঘাত ও বিপর্যয়ের কারণে গত বছর বিশ্বব্যাপী ৩৩ মিলিয়ন মানুষ তাদের নিজ দেশে পালিয়ে বেড়াতে বাধ্য হয়েছে। বৈশ্বিক করোনাভাইরাস মহামারির কারণে তাদের ঝুঁকি আরো বাড়ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক গ্রুপ মঙ্গলবার এ কথা জানায়।
এতে বলা হয়, নতুন হিসাব এরসঙ্গে যুক্ত হলে বিশ্বব্যাপী নিজ দেশে বাস্তুচ্যুত লোকের সংখ্যা রেকর্ড ৫০.৮ মিলিয়নে দাঁড়াবে।
ইন্টারন্যাশনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার (আইডিএমসি) এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) এক রিপোর্টে এ কথা জানায়।
একই কারণে সীমান্ত পাড় হয়ে উদ্বাস্তু হওয়া লোকের সংখ্যা ২৬ মিলিয়ন,এদের চেয়ে ইন্টারনালি ডিসপ্লেসড পিপল (আইডিপিস) বা অভ্যন্তরীণ বাস্তুচ্যুত লোকের সংখ্যা অনেক বেশি।
আইডিএমসি পরিচালক আলেক্সজান্দ্রা বিলাক এক বিবৃতিতে বলেন, আইডিপিস লোকরা ঘনবসতিপূর্ণ ক্যাম্প, জরুরি সেল্টার এবং অনানুষ্ঠানিক ব্যবস্থায় বসবাস করেন, এসব লোকদের জন্য কোন স্বস্থ্যসেবা সুবিধা নেই ,থাকলেও তা অতি সামান্য।
তিনি সতর্ক করে দিয়ে বলেন,“বৈশ্বিক মহামারির মধ্যে তারা এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।”
তিনি বলেন,তাদের জন্য জরুরি পরিষেবা ও মানবিক সাহায্য কমে আসায় তাদের জীবনযাত্রা আরো সংকটে পতিত হয়েছে।
রিপোর্টে বলা হয়, গত বছর সিরিয়া,কঙ্গো,ইথিওপিয়া ও দক্ষিণ সুদান থেকে সাড়ে ৮ মিলিয়ন আইডিপিস পালিয়ে যেতে বাধ্য হয়েছে।