বিশ্বে ৫ কোটিরও বেশি লোক কোভিড-১৯ এ আক্রান্ত

A nurse holds the hand of a COVID-19 patient in the intensive care unit at the Joseph Imbert Hospital Center in Arles, southern France, Wednesday, Oct. 28, 2020. Many French doctors are urging a new nationwide lockdown, noting that 58% of the country's intensive care units are now occupied by COVID patients and medical staff are under increasing strain. (AP Photo/Daniel Cole)

বিশ্বে এ পর্যন্ত ৫ কোটিরও বেশি লোক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য থেকে রোববার এ কথা জানা গেছে।
সূত্র মতে, বিশ্বে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৫ কোটি ৫২ হাজার ২০৪ জন। মারা গেছে ১২ লাখ ৫২ হাজার ৪৭১ জন। সুস্থ হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার ২৩৬ জন।
সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। এ সংখ্যা ৯৮ লাখ ৭৯ হাজার ৩২৩ জন। এরপরেই রয়েছে ভারতের অবস্থান। এ সংখ্যা ৮৫ লাখ ৭ হাজার ৭৫৪ জন। তৃতীয় অবস্থানে ব্রাজিল। ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ৫৩ হাজার ৫৬১ জন।
করোনা আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে রাশিয়া। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৭৪ হাজার ৩৩৪ জন।