বিশ্ব  ইজতেমার দ্বিতীয় পর্ব ১৯জানুয়ারি

 শুক্রবার  ১৯জানুয়ারি বাদ ফজর আ’ম বয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্ব  তাবলিগ জামাতের  মহাসম্মেলন  বিশ্ব  ইজতেমার দ্বিতীয় পর্ব। ইতিমধ্যে  দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তাবলিগ  অনুসারি  মুসল্লিরা  প্রয়োজনীয়  দ্রব্যসামগ্রী  নিয়ে  ইজতেমা  ময়দানের নির্ধারিত খিত্তায় জড়ো হচ্ছেন। ইজতেমাকে সামনে রেখে লাখো মুসল্লির পদচারণায় মুখরিত হয়ে উঠছে তুরাগ নদের পূর্বতীর।

শুক্রবার অনানুষ্ঠানিকভাবে শুরু হয়ে ২১ জানুয়ারি দুপুরে অর্থাৎ জোহরের নামাজের  আগেই  যে  কোনো  এক  সময় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে ৫৩তম বিশ্ব  ইজতেমার ।

ইজতেমায় দ্বিতীয়পর্বে খিত্তাওয়ারি মুসল্লিদের অবস্থান : ঢাকা জেলা ( খিত্তা নং–১–১০), ১৮ ও১৯), জামালপুর (খিত্তা নং–১১ ও ১২), ফরিদপুর (খিত্তা নং–১৩), ফরিদপুর (খিত্তা নং–১৪),ঝিনাইদহ (খিত্তা নং–১৫),  ফেনী (খিত্তা নং–১৬), সুনামগঞ্জ (খিত্তা নং–১৭), চুয়াডাঙ্গা (খিত্তানং–২০), কুমিল্লা (খিত্তা নং–২১ ও ২২), রাজশাহী ( খিত্তা নং–২৩ ও ২৪), খুলনা ( খিত্তা নং–২৫ও ২৭), ঠাকুরগাঁও (খিত্তা নং–২৬) ও পিরোজপুরের মুসল্লিরা (খিত্তা নং–২৮) অংশ নিয়েইবাদত–বন্দেগীতে মশগুল থাকবেন।

এরই মধ্যে  ময়দানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে র‌্যাব-পুলিশ।   ঢাকাসহ নির্দিষ্ট ১৬ জেলার মুসল্লিরা এ পর্বে অংশগ্রহণ করবেন।

তবে যে সব জেলার মুসল্লিরা এ বছর বিশ্ব ইজতেমায় অংশ নিবেন সেই সব জেলার মুসল্লিগণ আগামী ২০১৯ সালে অংশ নিতে  পারবেননা।

বিদেশি মুসল্লিরা প্রতি বছর বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে পারবেন।

আজকের বাজার:এসএস/১৮জানুয়ারি ২০১৮