হজের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ১০-১২ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে। গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ইউএনবিকে বলেন, বিশ্ব ইজতেমাকে ঘিরে ইজতেমা মাঠ ও এর আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
ইজতেমার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৭-১৯ জানুয়ারি। ১৯৬৭ সাল থেকে তাবলিগ জামাত বিশ্ব ইজতেমার আয়োজন করে আসছে। ইজতেমা মাঠের চাপ কমাতে এবং নিরাপত্তা ও উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করতে ২০১১ সাল থেকে দুই ধাপে ইজতেমার আয়োজন হয়ে আসছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান