মুসিলম উম্মাহর অন্যতম ধর্মীয় সম্মেলন বিশ্ব ইজতেমা শুরু হবে আগামী ১২ জানুয়ারি। ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ তীরে এ ইজতেমা দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ১২ থেকে ১৪ জানুয়ারি। দ্বিতীয় পর্ব ১৯ থেকে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
১৬ অক্টোবর সোমবার সচিবালয়ে এ বিষয়ে আয়োজিত এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমন তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইজতেমা কেন্দ্র করে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মুসল্লীদের সুবিধার্থে প্রতি বছরের মতো এবারো দুই পর্বে বিশ্ব ইজতেমার আয়োজন করা হবে। তিনি বলেন, বিদেশিদের জন্য আর্চওয়েসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
আজকের বাজার:এলকে/এলকে ১৬ অক্টোবর ২০১৭