প্রাইম ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় এবারও প্রাথমিক চিকিৎসা ও চক্ষু সেবা কেন্দ্র চালু করেছে। ১২ জানুয়ারী সকালে প্রাথমিক চিকিৎসা ও চু সেবা কেন্দ্রটি উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রাহেল আহমেদ। প্রাইম ব্যাংক ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান ইভিপি আবু জাফর মো: সাইখুল ইসলাম এবং টঙ্গী শাখার প্রধান এসএভিপি মো: হাসমত আলী মোল্লা এর সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম ইজতেমা চলাকালীন ১২-১৪ এবং ১৯-২১ জানুয়ারী পর্যন্ত চলবে।
এ সেবা কেন্দ্র থেকে বিশ্ব ইজতেমা চলাকালীন সময়ে চিকিৎসকগণের সার্বণিক উপস্থিতিতে অসুস্থ মুসল্লিদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় জরুরী ঔষধপত্র বিতরণ করা হবে। প্রাইম ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনায় সার্বক্ষণিক চিকিৎসক, সেবাকর্মী দিনরাত প্রাথমিক চিকিৎসা ও চক্ষু সেবা প্রদানে নিয়োজিত থাকবে।
আজকের বাজার: ওএফ/ ১৩ জানুয়ারি ২০১৮