আসন্ন বিশ্ব ইজতেমা কে পরিচালন করবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
তিনি বলেছেন, ‘বিশ্ব ইজতেমা ঐক্যবদ্ধভাবে আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তবে কে ইজতেমা পরিচালনা, ইমামতি ও দোয়া পড়াবেন এ বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি আলেমদের দুই পক্ষ।’
রোববার সচিবালয়ে তাবলীগ জামাতের দুই পক্ষের সাথে দুই দফা মিটিং শেষে এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী।
ধর্ম প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আজকের মিটিংয়ে এক পক্ষ থেকে দুই ধাপে ইজতেমা করার বিষয়ে প্রস্তাব করা হয়। আমরা বলেছি ঐক্যবদ্ধভাবে এক ধাপেই ইজতেমা হবে। এই সিদ্ধান্ত দুই গ্রুপই মেনেছেন।
তবে দুই পক্ষ একই তারিখে ঐক্যবদ্ধভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে মানলেও ইজতেমা পরিচালনা কে করবেন, নামাজ কে পড়াবেন এবং কে দোয়া করবেন সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
তিনি বলেন, ‘কিছু শর্ত তারা (তাবলীগ জামাতের দুই গ্রুপ) দিয়েছেন। এই শর্তগুলো নিয়ে আগামীতে আরেকটা মিটিংয়ে বসলে সিদ্ধান্ত হয়ে যাবে। এ বিষয়ে দুই পক্ষকে একটু সময় দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘কেউ কেউ চেয়েছিল যাতে ইজতেমা না হয়। তবে এ ব্যাপারে প্রধানমন্ত্রী ডিটারমাইন্ড। ইজতেমা হবেই।’
এর আগে ইজতেমা সফল করতে আইনশৃংখলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাদ ও অপরপক্ষের আলেমরা এবং আইনশৃংখলা বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ