৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় নির্বাচনের কারণে নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা হচ্ছে না। তবে নির্বাচনের পর ইজতেমার তারিখ নির্ধারণ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্র্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৈঠকে সভাপতিত্ব করেন।
সভা শেষে ধর্মসচিব মো. আনিছুর রহমান সাংবাদিকদের জানান, জানুয়ারিতে বিশ্ব ইজতেমা স্থগিত করা হয়েছে। তবে কবে নাগাদ এবারের ইজতেমা অনুষ্ঠিত হবে তা-ও নিশ্চিত করা হয়নি।
সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ধর্মসচিব মো. আনিছুর রহমান, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ইজতেমা আয়োজনকারী মুরব্বিরা উপস্থিত ছিলেন। সেখানে তাবলিগ জামাতের বিবদমান দুটি গ্রুপের সদস্যরাও ছিলেন।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বেসরকারি বার্তা সংস্থা ইউএনবিকে জানিয়েছেন, আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্বাচনের পর নির্ধারণ করা হবে।
তিনি বলেন, ‘নির্বাচন সামনে রেখে বিশ্ব ইজতেমায় নিরাপত্তা দেয়া যাবে না। এত সংখ্যক আইন শৃঙ্খলাবাহিনী দেয়া যাবে না। তাছাড়া নির্বাচন কমিশনও চাচ্ছে বিশ্ব ইজতেমা নির্বাচনের পরে হোক।’
প্রসঙ্গত, আগামী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা হওয়ার কথা ছিল। তবে বিশ্ব ইজতেমায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্যকে নিরাপত্তার দায়িত্ব পালন করতে হয়। ডিসেম্বরের শেষে অনুষ্ঠেয় নির্বাচনে ব্যস্ততার পরপরই বিশ্ব ইজতেমায় নিরাপত্তা দেওয়া পুলিশের জন্য কঠিন। এ কারণে ইজতেমা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
আজকের বাজার/এমএইচ