টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।
বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ে ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় তাবলিগ জামাতের দুই গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ধর্ম প্রতিমন্ত্রী জানান, দুই ধাপের পরিবর্তে এবারের বিশ্ব ইজতেমা এক ধাপে অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, তাবলিগ জামাতের দুপক্ষের বিবাদ মিটেছে। আগামী ফেব্রুয়ারিতে টঙ্গীতে দুপক্ষকে সাথে নিয়ে ইজতেমা করা হবে।
তিনি বলেন, ‘আজ (বুধবার) দুপক্ষকে নিয়ে আমরা বৈঠকে বসেছিলাম। একটি পক্ষের নেতৃত্বে ছিলেন মাওলানা ওয়াশেখ, আরেকটির নেতৃত্বে ছিলেন মাওলানা জুবায়ের। সেই সাথে দুপক্ষের সবাই এখানে উপস্থিত ছিলেন।’
তিনি আরও বলেন, ‘খোলামেলা আলাপ হয়েছে। আলাপের পর সিদ্ধান্ত হয়েছে যে আগামী ফেব্রুয়ারি মাসের যেকোনো সময় টঙ্গীতে বিশ্ব ইজতেমা হবে। দুপক্ষ একত্রে এ ইজতেমা করবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাওলানা সাদ ইজতেমায় আসবেন না বলে সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ থেকে ১৩ জানুয়ারি প্রথম এবং ১৮ থেকে ২০ জানুয়ারি দ্বিতীয় ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ইজতেমা স্থগিত করা হয়। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ