বিশ্ব একাদশের হয়ে খেলতে পাকিস্তানে পৌঁছেছেন তামিম

বিশ্ব একাদশের হয়ে খেলতে পাকিস্তানে পৌঁছেছেন তামিম ইকবাল। ৯ সেপ্টেম্বর শনিবার রাতে লাহোরে পৌঁছেছেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে বিশ্ব একাদশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর আর ১৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে শেষ ম্যাচ।

২০০৯ সালে পাকিস্তান সফরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে দেশে ফিরে যায় লঙ্কান দল। এরপর থেকে দীর্ঘ আট বছরে জিম্বাবুয়ে ছাড়া অন্য কোনও দল পাকিস্তান সফর করেনি। দেশের মাটিতে ক্রিকেটকে ফেরাতে কোমর বেঁধে নামেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি। শেষ পর্যন্ত সে চেষ্টা সফলতার মুখ দেখতে যাচ্ছে।

বিশ্ব একাদশ স্কোয়াড: তামিম ইকবাল, হাশিম আমলা, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), পল কলিংউড, জর্জ বেইলি, বেন কাটিং, ড্যারেন স্যামি, ডেভিড মিলার, থিসারা পেরেরা, গ্রান্ট এলিয়ট, টিম পেইন, ইমরান তাহির, মরনে মরকেল এবং স্যামুয়েল।

আজকের বাজার : এমএম / ১০ সেপ্টেম্বর ২০১৭