জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডের রায়ের খবর ফলাও করে প্রকাশ করেছে বিশ্ব গণমাধ্যম।
বৃহস্পতিবার দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক রায় ঘোষণার পরপরই এ খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিবিসি জিয়া অরফারনেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ে খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানকে কারাদন্ডসহ জরিমানার কথা উল্লেখ করে।
এছাড়া রয়টার্স, আল-জাজিরা ও এনডিটিভিসহ বিভিন্ন মাধ্যমে একইভাবে রায় ও জরিমানার কথা প্রকাশ করা হয়। রায়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিএনপির সমর্থকদের বিক্ষোভ, ভাংচুর ও পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ার খবর বিভিন্নভাবে প্রকাশ করে আল-জাজিরা।
বিবিসি অনলাইনের শিরোনাম ছিলো, 'বাংলাদেশ এক্স-পিএম গিলটি অব করাপশন' অর্থাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতিতে দোষী সাব্যস্ত।
আল জাজিরার শিরোনাম ছিলো, 'বাংলাদেশ অপজিশন লিডার জেইলড ইন করাপশন কেস' অর্থাৎ দুর্নীতি মামলায় বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রীর কারাদণ্ড।
আজকের বাজার : আরএম/৮ ফেব্রুয়ারি