সৌদি আরব ও রাশিয়ার ২০১৮ সাল পর্যন্ত তেলের উৎপাদন সীমিত রাখার প্রতিশ্রুতির পর তেল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে স্বস্তি ফিরেছে। পণ্যটির দর ফের ৫২ ডলারে উঠেছে।
সোমবার ১৫ মে জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সের খবরে এ তথ্য জানা গেছে।
রয়টার্স বলেছে, সোমবার আন্তর্জাতিক বাজারের ব্যারেল প্রতি অপরিশোধিত তেল ২ শতাংশেরও বেশি বেড়ে ৫২ ডলারে বিক্রি হয়। এর ফলে বাজারে দর বাড়াতে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক উৎপাদন সীমিত রাখার যে চুক্তি করেছিল- তা এবার আশার আলো দেখবে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।
সোমবার সৌদি আরব ও রাশিয়ার তেলমন্ত্রী জানান, তারা তেলের উৎপাদন সীমিত করার যে মেয়াদের কথা উল্লেখ করেছিল- তা বাড়িয়ে দেওয়া হয়েছে। ২০১৮ সালের মার্চ পর্যন্ত তারা উৎপাদন সীমিত রাখবে। চুক্তির সময় থেকে যা ৯ মাস বেশি।
হালকা উন্নত মানের ব্রেন্ট ক্রুড শ্রেণির অপরিশোধিত তেলের গ্লোবাল বেঞ্চমার্ক এদিন ব্যারেলে ১.২ ডলার বেড়ে ৫২.০৪ ডলারে বিক্রি হয়। লেনদেনের এক পর্যায়ে তা ৫২.২৬ ডলারে উঠেছিল। ইউএস ক্রুড শ্রেণির তেলের দরও এদিন ১.১৮ ডলার বৃদ্ধি পায়।
রয়টার্স জানায়, তেল সরবরাহ চুক্তি এ বাজারকে চাঙ্গা করেছে। তবে যুক্তরাষ্ট্রের মতো রপ্তানিকারক দেশগুলোতে পণ্যটির যে মজুদ তা শঙ্কায় ফেলে দিয়েছে। এটি পণ্যটির দরকে ৬০ ডলারের উপরে উঠতে দেবে না।
এক খবরে বলা হয়, ২০১৬ সালের যুক্তরাষ্ট্র যে তেল উৎপাদন করেছে চলতি বছর তা আরও বাড়ানো হবে। এ বছর তারা তেল উৎপাদন করবে দৈনিক ৯.৩১ মিলিয়ন ব্যারেল। গত বছর যা ছিল ৮.৮৭ মিলিয়ন ব্যারেল।
প্রসঙ্গত, ২০১৪ সালের জুনে এক ব্যারেল তেলের দর ছিল ১০৭ ডলার। এর পর ধীরে ধীরে এই দর কমতে থাকে। এক পর্যায়ে তা মাত্র ২৯ ডলারেও নেমেছিল। এরপর ওপেক বারবার এ বাজারকে চাঙ্গা করার জন্য বৈঠকে বসে।
আজকের বাজার: আরআর/ ১৫ মে ২০১৭