বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের উদ্যোগের" বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঢাবিতে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে "পর্যটন শিল্প বিকাশে তথ্যপ্রযুক্তি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাইকেল শোভাযাত্রাটি বের করা হয়। এসময় শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করেন ও মূল র্যালিতে যোগদেন।
অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্হিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রি এ, কে, এম, সাজাহান কামাল এম,পি।
এছাড়াও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, মোঃ মহিবুল হক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, প্রধান নির্বাহী কর্মকর্তা এন ডি সি অতিরিক্ত সচিব, মোঃ জাহাঙ্গীর হোসেন, বিডি ক্লিক এর সভাপতি আমিনুল ইসলাম সহ প্রমুখ।
আজকের বাজার/এএল