সংক্রমন রোধে ইউটিউবে ব্যতিক্রম প্রচারণা নিয়ে আসছে, বিডি ক্লিক। সারা বিশ্বে করোনা আতঙ্ক ও , সড়ক দুর্ঘটনা ও নিরাপত্তা রক্ষার্থে সাইকেলিস্টদের প্রাণের দাবীতে প্রতি বছর যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর করোনার কারণ, ব্ল্যাক ফাংগাস নামে নতুন রোগের জন্ম নেয়ায় সংক্রমন রোধে দলবেঁধে নয়, বিশ্ব বাইসাইকেল দিবসে ইউটিউব চ্যানেলে ব্যতিক্রম প্রচারণা নিয়ে আসছে।
নগরের বিভিন্ন সড়কের সচেতনতা প্রচার বৃদ্ধির লক্ষ্যে ২৯ শে মে২০২১, দুপুর১২.৩০মিনিট, বিশ্ব বাই সাইকেল দিবস কে সামনে রেখে বাংলাদেশ টুরিস্ট সাইক্লিং ও বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের যৌথভাবে নাগরিক সচেতন উদ্দেশ্যে বিভিন্ন সাইক্লিস্টদের অংশগ্রহণে ইউটিউব সম্প্রচারের জন্য দৃশ্য ধারণ কর্ম সূচি ঢাকা বিশ্ব বিদ্যালয় বিভিন্ন সড়কে অনুষ্ঠিত হয়। যে সকল সাইক্লিস্ট সংগঠন উপস্থিত ছিল বাংলাদেশ পরিবেশ বাঁচাও, সভাপতি, মিহির বিশ্বাস, ঢাকা ইয়ুথ ইন্টারনেট ন্যাশনালে সাধারণ সম্পাদক সোহাগ মহাজন, ব্রেন্ড লাইফ হসপিটাল এর ব্যাস্হাপক,ফকরুল হোসেন, রাউন্ড টেবিল সভাপতি, এজাজ মাহমুদ রনি,বুয়েটে সাইক্লিং এ-র ফিলিপ এন, হালদার।
ভবে ঘুরে , সাইক্লিস্টের এডমিন সামির,বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক, আরিফ আহমেদ, সোনিয়া আখড়া সাইক্লিং এ-র এডমিন নেহাল উদি, বিশিষ্ট অভিনেত্রী কেয়া এ,টি, এন্ড বাংলার শাপলা সালুক এর উপস্থাপিকা, অদিতি জামান সিনহা, সালমান সহ আরও অনেক সাইক্লিস্ট উপস্থিত দিলেন।