বিশ্ব বাইসাইকেল দিবস

জাতিসংঘ কর্তৃক ৩ জুনকে বিশ্ব বাইসাইকেল দিবস ঘোষণা করা হয়েছে।যা সাইকেল আরোহীদের জন্য খুশীর সংবাদ।

এ বিষয়ে বাংলাদেশ সাইকেল লেন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুসের কাছে ্তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি জাতিসংঘের এ্ই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন,২০১০ সাল থেকে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ একমাত্র সাইক্লিস্টের অধিকার সুরক্ষায় বাই সাইকেল দিবস, বিশ্ব সাইক্লিং দিবস, সাইকেল লেন দিবস পালনের দাবি জানিয়ে আসছে।জাতিসংঘের এই ঘোষণা দীর্ঘ দিনের দাবির ফল।

তিনি আশা প্রকাশ করে বলেন, আজকের এই সাফল্যের ক্ষেত্রে সরকারের অবদান প্রশংসনীয়।আমরা আশা করি সরকার বিশ্ব সাইক্লিং দিবস  ও লেন দিবস ঘোষণার পদক্ষেপও গ্রহণ করবে।

আরজেড/লতিফ