বিশ্ব পুঁজিবাজার নিয়ন্ত্রনকারী সংস্থাসমূহের সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও) কর্তৃক ঘোষিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৩ জুলাই) কমিশনের ৬৪৯তম সভায় এ সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। আগামী অক্টোবরে অনুষ্ঠানটি পালিত হবে।
বিএসইসি সূত্র জানিয়েছে, আইওএসসিও’র 'এ' ক্যাটাগরির সদস্য হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন উক্ত সপ্তাহ পালনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করেছে। যা বিশ্ব অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
আর এ উপলক্ষ্যে সেমিনার, ওয়ার্কশপ, আলোচনা সভা সহ নানাবিধ কর্মসূচী পালন করা হবে। এর আগে ২০১৭ সালের অক্টোবর মাসে প্রথমবারের মতো বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করা হয়েছিল।
আরএম/