আমদানি রপ্তানির বাণিজ্যে আধুনিকায়ন, শুল্কায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা, উন্নয়ন ও রাজস্ব আয় বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য বেনাপোল কাস্টমস হাউসকে অ্যাওয়ার্ড দিয়েছে বিশ্বব্যাংক।
শনিবার রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অফিসে আন্তর্জাতিক কাস্টমস দবস (আইসিডি) উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।
এক প্রতিক্রিয়ায় কমিশনার বেলাল হোসেন চৌধুরী বলেন, বন্দর ব্যবহারকারী সকল স্টেক হোল্ডারদের সহযোগিতায় এটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
প্রসঙ্গত, স্বাধীনতা পরবর্তী ১৯৭২ সালে মুজিব-ইন্দিরা চুক্তির পর থেকে শুরু হয় বেনাপোল-পেট্টাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ