বিশ্ব ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জেমস উলফেনসন মারা গেছেন। বুধবার ৮৬ বছর বয়সে তিনি মারা যান।
বিশ্ব ব্যাংক গ্রুপ প্রেসিডেন্ট ডেভিড মালপাস তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, উলফেনসন দারিদ্র্য দূর করতে এবং দুর্নীতি রোধে তার প্রচেষ্টা দ্বিগুণ করেছেন। এছাড়া তিনি গরীবদের পক্ষে কথা বলেছেন এবং উন্নয়ন বিনিয়োগের প্রভাবকে বিস্তৃত করেছেন।
মালপাস আরো বলেন, উলফেনসন বিশ্ব ব্যাংক গ্রুপকে রূপান্তর করেছেন। বিকেন্দ্রীকরণ, ব্যাংক প্রযুক্তির অগ্রসর এবং সংস্থাটিকে আরো খোলা ও স্বচ্ছ্ব করেছেন।
উলফেনসন অষ্ট্রেলিয়ার সিডনিতে জন্ম নেন। তিনি অষ্ট্রেলিয়ার ল ফার্মে আইনজীবী হিসেবে কাজ করেন। ১৯৫৯ সালে তিনি হার্ভাড ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন।
উলফেনসন ১৯৮০ সালে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন। ম্যানহাটনের নিজ বাড়িতেই তিনি মারা যান।