বিশ্ব যক্ষা দিবস আজ

আজ বিশ্ব যক্ষা দিবস। ২৪ মার্চ বিশ্বব্যাপী যক্ষা  দিবস পালন করা হয়। বিশ্বের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে দিবসটি পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য,  ‘নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে’।

গত বৃহস্পতিবার, বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ব্র্যাক যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বাংলাদেশে প্রতিবছর ৬৬ হাজার মানুষ যক্ষ্মায় মারা যাচ্ছেন। অর্থাৎ সে হিসেবে প্রতিদিন দেশে যক্ষ্মায় ১৮০ জনের মৃত্যু হচ্ছে।

সংবাদ সম্মেলনে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির চিকিৎসা কর্মকর্তা নাজিস আরেফিন বলেন, দেশে যক্ষ্মা এখনও জনস্বাস্থ্য সমস্যা হিসেবে আছে। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদনের তথ্য উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ২০১৬ সালে বাংলাদেশে প্রায় ৬৬ হাজার জনের মৃত্যুর কারণ যক্ষ্মা। আর নতুন করে এই জীবাণুতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬০ হাজার জন।

তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যক্ষ্মার প্রকোপ এবং ওষুধ প্রতিরোধী যক্ষ্মার প্রকোপ বেশি এমন দেশের তালিকা তৈরি করেছে। দুটি তালিকাতেই বাংলাদেশের নাম আছে।

আজকের বাজার/আরজেড