বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে অর্থ সহায়তা বন্ধে ট্রাম্পের নির্দেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সাথে কথার লড়াইয়ের পর, এবার সংস্থাটিতে অর্থ সহায়তা বন্ধে মার্কিন প্রশাসনকে নির্দেশ দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৪ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত ব্রিফিংয়ে এই নির্দেশ দেন।

মঙ্গলবারের ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, হোয়াইট হাউজের কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছি, আপাতত বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থ সহায়তা বন্ধ করার জন্য। প্রতিষ্ঠানটি তার প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ। তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে। ট্রাম্প বলেন, মহামারিটি তার উৎপত্তিস্থলেই সীমিত রাখা যেত, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভুলের কারণে অনেক মৃত্যুর ঘটনা ঘটছে।

এর আগে ৭ এপ্রিল নিয়মিত ব্রিফিংয়ে ডব্লিউএইচও’কে ‘অনেক বেশি চীনঘেঁষা’ বলে সমালোচনা করে সংস্থাটিতে অর্থ সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর ঠিক এক সপ্তাহ পর ১৪ এপ্রিলের নিয়মিত ব্রিফিংয়ে অর্থ সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত জানালেন ট্রাম্প।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাজেটের ১৫ শতাংশ দেয় যুক্তরাষ্ট্র।

এদিকে করোনায় নিহতের হার কমলেও কমেনি মৃত্যুর মিছিল। বিশ্বে ভাইরাসটিতে মারা গেছেন, ১ লাখ ২৬ হাজার ৫৫৭ জন। আক্রান্ত হয়েছেন, ১৯ লাখ ৮০ হাজার। যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ ২ হাজার ২২৮ জনের মৃত্যুতে মোট নিহতের সংখ্যা দাড়িয়েছে, ২৮ হাজার ৩শ জন। আক্রান্ত আছেন, ৬ লাখের বেশি।