বিশ্ব স্বাস্থ্য সংস্থার “ডব্লিউএইচও” সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
করোনাভাইরাসের প্রার্দুভাবের শুরু থেকেই এভাবে হুমকিদামকি দিয়ে আসছিলেন ট্রাম্প। এবার তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিলেন।
ট্রাম্প অভিযোগ করেন, করোনাভাইরাস ইস্যুতে চীনের পক্ষ নিয়ে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা “ডব্লিউএইচও”। জরুরি সংস্কারে আমাদের অনুরোধ রাখতে ব্যর্থ হয়েছে সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় করা অর্থায়ন ফেরত নিয়ে বিশ্বের যে সব দেশে মানুষের স্বাস্থ্যের উন্নয়ন দরকার- সেখানে খরচের ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি দাবি করেন, করোনাভাইরাস ইস্যুতে চীনের কাছে যে সব তথ্য ছিলো- সেগুলো ঠিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়নি। বিপরীতে বিশ্বকে বিভ্রান্ত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর চাপ প্রয়োগ করে বেইজিং।