বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭১ তম সম্মেলন শুরু সোমবার

সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭১ তম সম্মেলন আগামীকাল সোমবার শুরু হবে। সম্মেলনটি অনুষ্ঠিত হবে জাতিসংঘ ভবনের সম্মেলন হলে। জেনেভা ঘোষণার মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হবে আগামী ২৬ মে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড.তেদ্রোস আধানম গেব্রিয়েসাস সকাল সাড়ে ৯টায় সম্মেলন উদ্বোধন করবেন।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে একটি দল সম্মেলনে অংশগ্রহণ ইতিমধ্যে জেনেভায় পৌঁছেছে।

প্রতিনিধি দলের সদস্য ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, বাংলাদেশে চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এসকে রায়, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়াম্যান ডা. দিলীপ রায় সভায় অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশের পক্ষে মোহাম্মদ নাসিম এ সব বিষয়ে দেশের পরিস্থিতি ও অগ্রগতি সম্পর্কে অবহিত করবেন।

রাসেল/