করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) কার্যকর ভূমিকা পালন করতে পারেনি এমন অভিযোগ করে সংস্থাটিকে দেয়া তহবিল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) হোয়াইট হাউসে প্রতিদিনের করোনা ব্রিফিংয়ে ডাব্লিউএইচও'কে নতুন রাজনৈতিক শত্রু হিসেবেও উল্লেখ করেছেন তিনি।
ট্রাম্পের দাবি, করোনাভাইরাস ছড়িয়ে যাওয়া ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কখনোই যথেষ্ট তৎপর হয়ে ওঠেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভুল পদক্ষেপ নিয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান