বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে দল পাননি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতানো তরুণ পেসার মেহেদি হাসান রানা। অবশেষে বিসিএলে দল পেলেন তিনি। খেলবেন ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে।
সদ্য সমাপ্ত বিপিএলে বল হাতে বেশ ছন্দে ছিলেন তরুণ এই পেসার। ১৮টি উইকেট শিকার করেন তিনি। ধারণা করা হচ্ছিল পাকিস্তান সফরে দলে জায়গা পাবেন। কিন্তু পাননি। বিসিএলেও দল পাননি এই পেসার। বিসিএলে দল না পেয়ে তাই হতাশাও প্রকাশ করেছিলেন রানা। অবশেষে ২৩ বছর বয়সী বাঁহাতি পেসারকে নিল পূর্বাঞ্চল। যারা বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। সবকিছু ঠিকঠাক থাকলে এই রাউন্ডেই মাঠে নামবেন রানা। ম্যাচে দলটির প্রতিপক্ষ বিসিবি দক্ষিণাঞ্চল। প্রথম রাউন্ডের খেলায় তামিম ইকবাল ও মুমিনুলের হকের দৃঢ়তায় ওয়ালটন মধ্যাঞ্চলকে ইনিংস ও ৯ রানে হারায় পূর্বাঞ্চল।
আজকের বাজার/আরিফ