প্রাথমিক থেকে শুরু করে সকল ধরনের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে প্রতিনিয়ত। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারের দায়িত্বপ্রাপ্ত মহলও চিন্তিত। তাই আগামী শুক্রবার ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৩৮তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে বাড়তি সতর্কতা নিয়েছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। প্রতিষ্ঠানটি চাইছে এবার কোনভাবেই যেন প্রশ্ন ফাঁস না হয়। এবারই সর্বোচ্চ সংখ্যক চাকরীপ্রার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন।
পিএসসি সূত্রে জানা যায়, সর্বশেষ পিএসসির সিনিয়র স্টাফ নার্স পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে প্রতিষ্ঠানটি খুবই বিব্রত হয়। পরে এর সত্যতা মিললে সে পরীক্ষা বাতিল করা হয়। পিএসসিকে আর যেন এ অবস্থায় না পড়তে হয় এর জন্য আগে থেকেই সতকর্তা অবলম্বন করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পূর্বেই সারাদেশে কড়া নজরদারি বসানো হবে। পাশাপাশি প্রশ্ন ফাঁস ঠেকাতে তৈরি করা হয়েছে বেশ কয়েক সেট প্রশ্ন। এছাড়া সকল প্রকার অনিয়ম এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বসানো হবে। পরীক্ষা কেন্দ্রগুলোতে গোয়েন্দা, পুলিশ ও র্যাবের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
কোন পরীক্ষার্থীর জালিয়াতি বা অনিয়ম ধরা পরলে ঘটনাস্থলে মেজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধীকে শাস্তি দেয়া হবে। পিএসসির নিজস্ব অর্থায়নে প্রতিটি কেন্দ্রে দুইটা মেটাল ডিরেক্টর সরবরাহ করা হবে। আর প্রতিটি পরীক্ষার হলে একটি ঘড়ি থাকবে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, সব অনিয়ম এড়াতে আমরা সর্তক রয়েছি। ৩৮তম বিসিএসে সর্বোচ্চ আবেদনকারী হওয়ায় প্রিলিমিনারি পরীক্ষায় বেশি গুরুত্ব দিচ্ছি। এরই মধ্যে পরীক্ষা সংশ্লিষ্ট প্রতিটি কমিটির সদস্যদের সঙ্গে ইতোপূর্বে আলোচনা করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে এবং পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার আমরা অনেক সতর্ক রয়েছি।
তিনি আরো বলেন, প্রশ্ন ফাঁস বন্ধে তিনস্তরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে আমরা দফায় দফায় সভা-সেমিনার করেছি। পরীক্ষার দিন নিরাপত্তায় পুলিশ-র্যাবসহ গোয়েন্দা সংস্থা নিয়োজিত থাকবে। সুষ্ঠুভাবে বিসিএস পরীক্ষা আয়োজনে পিএসসির মেম্বার সহ সকল কর্মকর্তা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কাজে নিয়োজিত থাকবেন। আগের চাইতে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে এসব ব্যবস্থা নেয়া হচ্ছে।
জানা যায়, দেশের ৮টি বিভাগীয় শহরের প্রায় চারশটি কেন্দ্রে ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী। এর আগে ৩৭তম বিসিএসে ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন প্রার্থী অংশ নিয়েছিলো।
৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রতিটি খাতা দুজন পরীক্ষক মূল্যায়ন করবেন। তাদের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হলে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠানো হবে। এর ফলে পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়িত হবে বলে মনে করছে পিএসসি। এই বিসিএস থেকে বাংলাদেশ বিষয়াবলীতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ে আলাদা ৫০ নম্বরের প্রশ্ন রাখা হবে।
আজকের বাজার: আরএম/ ওএফ/ সালি, ২৩ ডিসেম্বর ২০১৭