২৮ অক্টোবর শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিসিএস কম্পিউটার সিটিতে বিনামূল্যে ওয়াইফাই নেটওয়ার্ক উদ্বোধন করা হয়েছে।
প্রযুক্তি পণ্যের ক্রেতা ও বিক্রেতা উভয়েই এ ওয়াইফাই সুবিধা উপভোগ করতে পারবেন।
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সাবেক সভাপতি ও রায়ানস্ কম্পিউটারের চেয়ারম্যান আহমেদ হাসান জুয়েল ওয়াইফাই নেটওয়ার্কের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিসিএস এর বর্তমান সভাপতি মুসা কামাল মিহির, সহ-সভাপতি আফছানা আফরোজ, কোষাধক্ষ মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা মুজিবুর রহমান স্বপনসহ প্রমুখ।
আহমেদ হাসান জুয়েল বলেন, "দীর্ঘদিন ধরে এই মার্কেটে ওয়াইফাই পরিষেবা দেয়ার পরিকল্পনা ছিল আজ সেটি উদ্বোধন করা হলো। আমরা চাই নিরবিচ্ছিন্নভাবে এই সেবা চালু রাখতে।"
মুসা কামাল মিহির বলেন, রবিবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মার্কেটে আগত ক্রেতা দর্শনার্থী ও বিক্রেতারা মোবাইল নম্বর দিয়ে লগইন করে বিনামূল্যে ‘অন দ্য গো’ ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
তবে একজন ব্যবহারকারী এক ঘণ্টা ব্যবহার করার পর স্বয়ংক্রিয়ভাবে নিটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন বলেও এ সময় তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, এক ঘণ্টা বিরতি দিয়ে ফের ওয়াইফাই নেটওর্কে প্রবেশ করা যাবে।
মুজিবুর রহমান স্বপন জানান, ইন্টার ক্লাউড নামের একটি প্রতিষ্ঠানকে বিসিএস কম্পিউটার সিটিতে ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত করার দায়িত্ব দেয়া হয়েছে।
বিনামূল্যের এই ওয়াইফাই ইন্টারনেটের মাধ্যমে আনলিমিটেড ব্রাউজিং ও ডাউনলোড করার সুযোগ রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির চিফ টেকনিক্যাল অফিসার তানভির এসানুর রহমান।
আজকের বাজার : এমএম / ২৮ অক্টোবর ২০১৭