বিসিএস ছাড়া অন্য সরকারি চাকরির নিয়োগে বয়স সীমা শিথিল

করোনাভাইরাসের কারণে আরোপিত শাটডাউনের আগে মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পাওয়া সরকারি চাকরির নিয়োগগুলোতে ২৫ মার্চের পরে ৩০ বছর অতিক্রম করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

তবে, প্রার্থীদের বয়স সীমা শিথিলের এ শর্ত বিসিএস পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

সরকারি কার্যালয়গুলো মহামারির কারণে সাম্প্রতিক মাসগুলোতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি। এ সময়ে অনেক চাকরি প্রার্থীর বয়স সীমা শেষ হয়ে যাওয়ায় তার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের অযোগ্য হয়ে পড়েন।