বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর নকশা কেন্দ্রের উদ্যোগে ৫ দিনব্যাপী বর্ষামেলা ১৪২৬ ও ত্রৈমাসিক কারুশিল্প প্রদর্শনী আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে।
মতিঝিলস্থ বিসিক ভবন চত্বরে সকাল সাড়ে ১১টায় বিসিকের নকশা কেন্দ্রের জয়নাল আবেদীন প্রদর্শন কক্ষে মেলার উদ্বোধন করা হবে। বিসিক চেয়ারম্যান মো. মোশ্তাক হাসান মেলা উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিসিকের পরিচালক (নকশা ও বিপণন) মো. মাহবুবুর রহমান।
বর্ষামেলায় বিসিকের নকশা কেন্দ্র থেকে হস্তশিল্পের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রীর স্টল থাকবে। তাছাড়া এ উপলক্ষে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরিকৃত পণ্যসামগ্রীর প্রদর্শন করা হবে। মেলায় হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রীর ৫০টি স্টল স্থান পাবে। মেলা আগামীকাল ২৬ থেকে ৩০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
আজকের বাজার/এমএইচ