বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সম্প্রসারণ বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ শরীফুল ইসলাম ভূঞা এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। বিষয়টি উল্লেখ করে থানায় জিডি করেছে তার পরিবার।
পরিবারের সদস্যরা জানান গেল ৯ই জুলাই অফিসের যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
দেড় মাস আগেও একবার নিখোঁজ হয়েছিলেন শরীফুল। পরে তাকে বরিশালে পাওয়া গিয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আরও একবার তার নিখোঁজ হওয়ার রেকর্ড থাকার কারণে বিষয়টি তদন্তের স্বার্থে রাখা হয়েছে।
আরএম/