বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) কর্মকর্তা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিপণন বিভাগের মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন হিসাব ও অর্থ বিভাগের নিয়ন্ত্রক জি. এম. রব্বানী তালুকদার।
সোমবার বিসিক কর্মকর্তা সমিতি নির্বাচন-২০২২ উপলক্ষ্যে গঠিত নির্বাচন কমিশন এক দাপ্তরিক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল ঘোষণা করেছে। গত ১১ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিসিক প্রধান কার্যালয়সহ সারাদেশের ২১টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বিসিক কর্মকর্তারা।
পরিকল্পনা ও গবেষণা বিভাগের পরিচালক নেপাল চন্দ্র কর্মকার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে এ.এম. বজলুর রশীদ, উপমহাব্যবস্থাপক (অব:) ও বশীর আহমেদ, মহাব্যবস্থাপক (অব:) এই নির্বাচন পরিচালনা করেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান