জেলায় প্রস্তাবিত বিসিক শিল্প নগরী স্থাপন সম্পর্কিত এক মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে। পরে শিল্প নগরীর প্রস্তাবিত স্থান পরিদর্শণ করেন বিসিক চেয়ারম্যান মো. মোশ্তাক হাসান। আজ শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিসিক শিল্প নগরী স্থাপন সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিসিক চেয়ারম্যান মো. মোশ্তাক হাসান।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এসভায় নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল অবেদীন, বিসিকের উন্নয়ন ও সম্প্রসারণ বিভাগের পরিচালক খলিলুর রহমান, এবং রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক তামান্না রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোতালেব হোসেন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আক্তার, নীলফামারী বিসিকের ব্যবস্থাপক হোসনে আরা খাতুন, নীলফামারী চেম্বার অফ কমার্স এ- ই-স্ট্রিজের সভাপতি মারুফ জামান কোয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে দুপুরে বিসিক চেয়ারম্যান জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের নটখানা ও সংগলশী ইউনিয়নের বড় সংগলশীতে প্রস্তাবিত শিল্পনগরীর জায়গা পরিদর্শণ করেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান