বিসিবিকে দশ বছরের পরিকল্পনা দিলেন পাইবাস

চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের পর খালি হয়েছে বাংলাদেশ জাতীয় দলের কোচের পদ। নতুন কোচ নিয়োগ দেওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যে শুরু করেছে নতুন কোচের সন্ধান। বাংলাদেশ ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করার পর বুধবার বিসিবিতে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেছেন টাইগারদের সাবেক কোচ রিচার্ড পাইবাস।
বিসিবিকে সাক্ষাৎকার দিতে মঙ্গলবার বাংলাদেশ সফরে আসার পর বুধবারই বিসিবিতে নাজমুল হাসান পাপনের উপস্থিতিতে বাংলাদেশ দলকে নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশের সাবেক এই কোচের পরিকল্পনা শুনে সন্তুষ্ট বিসিবি প্রধান। তবে তার ব্যাপারে এখনই বোর্ড কোন চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না।
বুধবার পাইবাসের পরিকল্পনা শোনার পর গণমাধ্যমে কথা বলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। এসময় তিনি পাইবাসের পরিকল্পনায় নিজের সন্তুষ্টির কথা উল্লেখ করে জানান, ‘পাইবাসের প্রেজেন্টেশন নিশ্চতভাবেই ভালো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু যেটা হয়েছে ও ভবিষ্যৎ নিয়ে কথা বলেছে। দশ বছরের একটা পরিকল্পনা নিয়ে কাজ করবে।’
পাইবাসের পরিকল্পনায় সন্তুষ্ট হলেও বিসিবি প্রধান ভাবছেন পরিকল্পনার সময় নিয়ে। সবকিছুকে ছাপিয়ে বিসিবি প্রধানের চিন্তায় ২০১৯ বিশ্বকাপ। ক্রিকেটের উন্নতির জন্য পাইবাসের পরিকল্পনা উপযোগী হলেও বিশ্বকাপ ভাবনা থেকে তিনি বলেন, ‘আমাদের দুটি জিনিস দেখতে হবে, স্বল্পমেয়াদী ও দীর্ঘ মেয়াদী। সামনে বিশ্বকাপ আছে। ও এখন যা চাচ্ছে হয়তো সবটা ওকে আমরা দিতে পারব না। কিন্তু ওর পরিকল্পনা কাজে লাগাতে পারলে বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে।’

পাইবাস তার পরিকল্পনার কথা জানালেও তার বিষয়ে এখনই সিদ্ধান্তে যাচ্ছে না বিসিবি। আগামী ৯ ডিসেম্বর বোর্ড সভাপতি জাতীয় দলের কোচিং স্টাফ, তিন ফরম্যাটের অধিনায়কদের নিয়ে আলোচনায় বসবেন। এর পরই নতুন কোচ প্রসঙ্গে জানা যাবে বিসিবির সিদ্ধান্ত। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরো দু-একজন কোচ বাংলাদেশ সফরে এসে বিসিবির সাথে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরবেন বলে জানা গেছে।
আজকের বাজার: সালি / ০৭ ডিসেম্বর ২০১৭