বিসিবিতে যোগ দিলেন আইসিসির সাবেক প্রধান কিউরেটর হেমিং

দুই বছরের চুক্তিতে কিউরেটর হিসেবে টনি হেমিংকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ ক্রিকেট কিউরেটর, শিক্ষাবিদ, ক্রিকেট টার্ফ এবং মাটি প্রস্তুতিতে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত হেমিং। অস্ট্রেলিয়ার পার্থের ওয়াকা ক্রিকেট গ্রাউন্ডের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে মাটি বিষয়ক উপদেষ্টা এবং পরামর্শদাতাও ছিলেন হেমিং।

আইসিসি ক্রিকেট একাডেমি এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের সাবেক কিউরেটরও ছিলেন তিনি। ওমান ক্রিকেট একাডেমির আইসিসি পিচ পরামর্শদাতাও ছিলেন হেমিং। তার আগে পার্থের অপটাস স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজার, আইসিসি ক্রিকেট একাডেমির আন্তর্জাতিক উপস্থাপক ও শিক্ষাবিদ এবং সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। (বাসস)