বিসিবির স্ট্যান্ডিং কমিটিতে রদবদল

কিছুদিন আগেই দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়। অবশ্য নতুন এই পরিচালনা পর্ষদের প্রায় সব সদস্যই পুরনো, অর্থাৎ আগের পরিচালনা পর্ষদেরই।

এবার তাদের মধ্য থেকে একটু পরিবর্তন আনা হয়েছে বিসিবির বিভিন্ন কমিটিতে। বোর্ডের সর্বশেষ মিটিংয়ে রোববার এসব পরিবর্তন আনা হয়। বিসিবির কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় স্ট্যান্ডিং কমিটিগুলোতে দায়িত্ব বণ্টনের পর দেখা যাচ্ছে, বেশিরভাগ কমিটিই রয়েছে আগের অবস্থানে। পরিবর্তন এসেছে হাতেগোনা কয়েকটি স্থানে। বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি ক্রিকেট অপারেশন্সে আনা হয়নি কোনো পরিবর্তন। যথারীতি নতুন কমিটিতেও এর প্রধান হিসেবে দায়িত্বে থাকছেন সাবেক অধিনায়ক আকরাম খান। একইসাথে মিডিয়া কমিটির প্রধান হিসেবেও স্বপদে বহাল রয়েছেন জালাল ইউনুস।

নতুন কমিটির অধীনে স্ট্যান্ডিং কমিটি করা হয়েছে মোট ২১টি। তার মধ্যে ৭টি কমিটিতে এসেছে পরিবর্তন, অপরিবর্তিত রয়েছে বাকি কমিটিগুলো। সভার শেষে সভাপতি নাজমুল হাসান পাপন একে একে সব কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করেন।

পরিবর্তন এসেছে যেসব কমিটিতে সেগুলো হল- উইমেন্স, এইচপি, মার্কেটিং, সিসিডিএম, টুর্নামেন্ট, গ্রাউন্ডস ও আম্পায়রস।

পরিবর্তন আসা সাত কমিটির চেয়ারম্যান হলেন
উইমেন্স কমিটি- শফিউল আলম চৌধুরী নাদেল
মার্কেটিং ও কমার্শিয়াল কমিটি- শেখ সোহেল
সিসিডিএম কমিটি- কাজী এনাম আহমেদ
টুর্নামেন্ট কমিটি- গাজী গোলাম মর্তুজা
গ্রাউন্ডস কমিটি- মাহবুব আনাম
এইচপি কমিটি- নাঈমুর রহমান দুর্জয়
আম্পায়ারস কমিটি- স্বপন চৌধুরী

বাকি ১৩ কমিটির চেয়ারম্যান হচ্ছেন
ওয়ার্কিং কমিটি- এনায়েত হোসেন সিরাজ
ক্রিকেট অপারেশন্স কমিটি- আকরাম খান
ফিনান্স কমিটি- আফজালুর রহমান সিনহা
ডিসিপ্লিনারি কমিটি- আ জ ম নাসির উদ্দিন
গেম ডেভেলপমেন্ট কমিটি- খালেদ মাহমুদ সুজন
সিকিউরিটি কমিটি- মঞ্জুর কাদের
ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটি- লোকমান হোসেন ভুঁইয়া
এজ লেভেল(বয়স ভিত্তিক) কমিটি- তানজিল চৌধুরী
মেডিক্যাল কমিটি কমিটি- সৈয়দ আশফাকুল ইসলাম
টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি (অ্যাড) কমিটি- আনোয়ারুল ইসলাম
মিডিয়া কমিটি- মো: জালাল ইউনুস
অডিট কমিটি- শওকত আজিজ রাসেল
লজিস্টিকস অ্যান্ড প্রোটোকল কমিটি- ইসমাইল হায়দার মল্লিক
শারিরীক প্রতিবন্ধী কমিটি- এখনও অঘোষিত
আজকের বাজার: সালি / ১১ ডিসেম্বর ২০১৭